২০০ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা রেইনবো গ্রুপ

সবুর শাহ্ লোটাস, বগুড়া
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১৭: ১৮

বগুড়ায় গ্রাহকের প্রায়ই ২০০ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হয়ে গেছে আমিরুজ্জামান পিন্টুর রেইনবো গ্রুপ। সোমবার দুপুরে জেলা শহরের মালগ্রাম খন্দকার পাড়া বসতবাড়ি ও কলোনীর রেইনবো হসপিটালের সামনে বিক্ষোভ করেন গ্রাহকরা।

এদিকে বিকেল সাড়ে ৩টায় বগুড়া-ঢাকা মহাসড়কের কলোনীতে ৬ শতাধিক আমানতকারীরা সড়ক অবরোধ করেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই অবরোধ চলছিল।

বগুড়া শহরের গালাপট্টির আফা প্লাজায় ‘রেইনবো-মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি’ অফিসে বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিনই ভিড় করছে ভুক্তভোগীরা। তারা আমানত ও তাদের লগ্নির লভ্যাংশ চাইতে এসে বিড়ম্বনায় পড়েছেন।

বিক্ষোভকারীর মধ্যে আব্দুল লতিফ এর ছেলে মাসুদ রানা ও গোলাম রব্বানী বলেন, রেইনবো ই-কমার্স, রেইনবো প্রপ্রার্টিজ, রেইনবো হোম (প্রা.) লি. সহ বেশ কয়েকটি কোম্পানিতে মুদারাবা পদ্ধতিতে মুদারিব ও সাহিব আলমাল এর চুক্তি পত্রের মাধ্যমে ৩শ টাকার স্ট্যাম্পে এফিডেভিট করে মাসিক প্রতি লাখে ১৭শ টাকা মুনাফায় চুক্তিবদ্ধ হয়।

বেশ কিছুদিন মাসের লভ্যাংশের টাকা দিলেও গত ২০২৪ সালের মাঝামাঝি থেকে লভ্যাংশ দেওয়া থেকে বিরত রয়েছেন।

চলতি বছরের ১৯ জানুয়ারিতে ঐ অফিসে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হন এমন ভিডিওসহ টাকা নেওয়ার দলিল আমার দেশ এর হাতে রয়েছে। এছাড়া উক্ত মাসুদ রানা বেশ কয়েকটি মামলা করেছেন বলেও জানান।

মাসুদ রানার এই প্রতিষ্ঠানগুলোতে লগ্নি রয়েছে ১২ লাখ টাকারও বেশি। গোলাম রব্বানীর পরিবারের টাকা রয়েছে ৫ লাখ এর মতো। বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান অবসরের টাকাসহ আনুমাণিক ৫০ লাখ টাকা লগ্নি করেছেন বলে জানান।

তিনিও তার লভ্যাংশ ও বিনিয়োগের টাকা পাচ্ছেন না। বগুড়ার দুপচাঁচিয়ার গোলাম রব্বানী বলেন, আজ সোমবার আমাদের লভ্যাংশের টাকা দেওয়ার কথা ছিল। তাই আমরা এই অফিসে এসেছি এবং এখন দুপুরে মালগ্রাম খন্দকার পাড়া রেইনবো হাসপাতালের মালিকের বাড়িতে শত শত আমানতকারীরা ভিড় করে তাদের আমানত ফেরত চাচ্ছি। এ ধরনের শত শত অভিযোগ এখন হাজার ছাড়িয়ে গেছে।

আমানতকারী রাশেদা, নুরজাহান, সালেহা, হেলেনা বলেন, কোম্পানির চেয়ারম্যান ফোনও ধরেন না এমনকি টাকারও আশ্বাস দিলেও আজ তার দেখা পাচ্ছেন না। এজন্য তারা বাড়ি ও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে। এ ব্যাপারে রেইনবো গ্রুপের অফিসে যাওয়া হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক র্কমর্কতা বলেন, তাদের আমানতের পরিমান ২শ কোটি টাকার মতো।

এদিকে আমিরুজ্জামান পিন্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি এবং তারে সাথে কথা বলা সম্ভব হয়নি।

বিষয়:

বগুড়া
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত