ঈদ শেষে কর্মস্থলমুখী উত্তরাঞ্চলের মানুষ

প্রচণ্ড দাবদাহের মধ্যে পথে পথে বাসের জন্য অপেক্ষা

সবুর শাহ্ লোটাস, বগুড়া
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৫: ১৭

ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। ১৬ জেলার কর্মজীবী মানুষদের গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই বাস টার্মিনালগুলোয় পরিবার-পরিজনসহ অপেক্ষা করতে দেখা গেছে। উত্তরাঞ্চলের গেটওয়ে বগুড়া শহরের বনানী, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড, চারমাথা বাসস্ট্যান্ড ও তিনমাথা রেলগেটে মানুষের প্রচণ্ড ভিড় দেখা যায়। বিশেষ করে নিম্নআয়ের মানুষ এবং যারা অগ্রিম টিকিট কাটতে পারেননি, তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বাসের জন্য। মৃদু দাবদাহের মধ্যেও পথে পথে দেখা গেছে যানবাহনের জন্য অপেক্ষা। সেই সঙ্গে টিকিটের বাড়তি মূল্য নেওয়ার অভিযোগও রয়েছে।

উত্তরবঙ্গ থেকে বিভিন্ন পরিবহনে কর্মস্থলমুখী মানুষের প্রায় প্রত্যেকের হাতেই ছিল ব্যাগ। কারো মুখে ছিল না ভোগান্তির ছাপ। মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে। তারা যানজট নিরসনে কাজ করছিলেন। কোথাও তারা কোনো যানবাহনকে পাঁচ মিনিটের বেশি দাঁড়াতে দিচ্ছেন না।

ঢাকার উদ্দেশে রওনা হওয়া মর্জিনা বেগম নামে এক কারখানা শ্রমিক বলেন, শনিবার থেকে আমাদের কারখানা খুলবে। এর পরও দুদিন আগেই যাচ্ছি। বাসা গোছানো ও বিশ্রাম নিতেই রওনা হয়েছি।

কামাল নামে আরেক শ্রমিক বলেন, এবারের ঈদযাত্রা অনেক ভালো ছিল। বাড়ি আসার সময় যানজট ছিল। যমুনা ব্রিজের পূর্ব প্রান্ত এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত আসতে পাঁচ -ছয় ঘণ্টা, এমনকি ১০ ঘণ্টা লেগেছিল। এরপর সন্তান নিয়ে খুব ভালোভাবে ঈদ করে কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছি। অগ্রিম টিকিট না কাটায় গাড়ির জন্য অপেক্ষা করছি। শনিবার থেকে পুরোপুরি কাজে যোগদান করব।

কামাল অভিযোগ করে বলেন, বগুড়া থেকে চেয়ার কোচের ভাড়া ৫০০ টাকা হলেও ৭০০ টাকা রাখা হচ্ছে। দাম ঠিক করতে গিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকতে হয়।

এদিকে উত্তরাঞ্চলের ১৬ জেলার মধ্যে নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের গাড়িতে উঠতে যাত্রীরা ভিড় জমান সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে। বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী ও পঞ্চগড় থেকে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। রাজশাহী বিভাগের কিছু জেলার গাড়ি সিরাজগঞ্জের কড্ডার মোড় দিয়ে এবং রংপুর বিভাগের আট জেলাসহ রাজশাহীর জয়পুরহাট ও নওগাঁ জেলার বাসগুলো যাত্রী নিয়ে বগুড়ার গেটওয়ে বনানী হয়ে ঢাকায় ফিরছে। এসব বাস স্ট্যান্ডিং প্যাসেঞ্জার নিয়ে গাদাগাদি করে যাচ্ছে। উত্তরাঞ্চলের এ জেলাগুলো থেকে প্রায় দুই হাজার বাস প্রতিদিন যাত্রী নিয়ে ঢাকায় গেলেও ঈদ মৌসুমে ঢাকার লোকাল বাসও যাত্রী পরিবহন করছে।

বিপুল পরিবহনের কাউন্টার ম্যানেজার মোহাইমিনুল ইসলাম মহিন বলেন, ঢাকামুখো যাত্রীর সংখ্যা বাড়ছে। তবে শুক্রবার থেকে চাপ আরো বাড়বে।

এবার মহাসড়কে যানজট না থাকায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে যাওয়া যানবাহনগুলো ভোগান্তি ছাড়াই ঢাকার উদ্দেশে যাত্রা করতে পারছে বলে জানিয়েছেন বাসের ড্রাইভার ও যাত্রীরা।

বিষয়:

বগুড়া
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত