শাজাহানপুরে ছুরিকাঘাতে রেনেটা কোম্পানির অফিসারকে হত্যা

উপজেলা প্রতিনিধি, শাহজাহানপুর (বগুড়া)
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১২: ১৪

বগুড়ার শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ এলাকায় ভেটেনারি ওষুধ কোম্পানির এক মার্কেটিং অফিসার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন।

২৫ জুন (বুধবার) দিবাগত রাত দেড়টায় ঢাকা-বগুড়া মহাসড়কের ফুটকি ব্রিজ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মার্কেটিং অফিসারের নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি উপজেলার বেতগাড়ির রেনেটা লিমিটেডের মার্কেট অফিসার পদে কর্মরত ছিল। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। চাকরির সুবাদে শাজাহানপুর উপজেলার মাঝিড়াতে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

পুলিশ জানায়, ঘটনার রাত ১টার দিকে অফিস থেকে বের হন আনোয়ার হোসেন। এর আধা ঘণ্টা পর মহাসড়ক সংলগ্ন ফটকির এলাকায় ছুরিকাহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন পথচারীরা । ৯৯৯-এ কলের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তাকে পেটে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত