শিবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণ ও নির্যাতন

উপজেলা প্রতিনিধি, (শিবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১৯: ১১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আট বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণ ও পাশবিক নির্যাতনে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার এলাকাবাসীর আয়োজনে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, নির্যাতিত প্রতিবন্ধী শিশুর পিতা মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনিয়ামিন নবিন ও সদস্যসচিব পলাশ মাহমুদসহ অন্যরা।

কর্মসূচিতে শ্রেণিপেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেয়। বক্তারা বলেন, আমাদের বোন বাকপ্রতিবন্ধীকে গণধর্ষণ ও পাশবিক নির্যাতনের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সেই সঙ্গে সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ভুক্তভোগী পরিবারটির পাশে থাকবে।

উল্লেখ, গত ১৪ মার্চ বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণের ঘটনায় তিন আসামিকে আটক করে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত