সিরাজগঞ্জে খামারিকে হত্যা করে পাঁচ গরু লুট

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল
প্রকাশ : ২১ মে ২০২৫, ১১: ২৪

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় তারা মিয়া নামে এক খামারিকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাতরা। এ সময় খামার থেকে ৫টি গরু লুট করা হয়।

বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরে এ হত্যার ঘটনা ঘটে। তারা মিয়া উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের খাসকাউলিয়া পশ্চিম জোতপাড়া গ্রামের বাসিন্দা।

চৌহালী থানার ওসি এম শাখাওয়াত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা মিয়া ও তার নাতি ইব্রাহিম চৌহালী উপজেলার কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে জমি চাষাবাদ ও গরু পালন করতেন। মঙ্গলবার রাতে ১০/১২ জনের একদল ডাকাত রামদা ও লোহার রড নিয়ে তারা মিয়ার খামারে হামলা করে। ডাকাতদল ঘরে ঢুকে ইব্রাহিমকে বস্তাবন্দি করে এবং তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ৫টি গরু লুট করে নৌকায় করে পালিয়ে যায়। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিষয়:

হত্যা
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত