বগুড়ায় শিশু হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন, খালাস ২

বগুড়া অফিস
প্রকাশ : ০৬ মে ২০২৫, ২১: ২৬

বগুড়ার শিবগঞ্জে সোনার দুলের জন্য ৫ বছরের শিশু সানজিদা আক্তার ওরফে সালমাকে হত্যা করা হয়। এ হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩০ দিন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- ৩ এর বিচারক মো. লুৎফর রহমান শিশির এ রায় ঘোষণা করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়াও মামলার অপর আসামি মজিবর রহমানকে অতিরিক্ত লঘু দণ্ড হিসেবে ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুর রশিদ ও পারভীন নামের দুই আসামিকে বেকসুর খালাস দেন আদালত। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, শিবগঞ্জ উপজেলার মাশিমপুর চালুঞ্জা (চন্দ্রপুকুর) গ্রামের রহমান আলীর পুত্র শফিকুল ইসলাম (২৫) ও একই গ্রামের আব্দুর রহিমের পুত্র হাবিল খাঁ ওরফে রকি (২৫)।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, অতিরিক্ত পিপি অ্যাড. এফ ই এম আসাদুজ্জামান মাখন এবং তাকে সহযোগিতা করেন সিনিয়র আইনজীবী বার সমিতির সভাপতি অ্যাড. আতাউর রহমান খান মুক্তা।

রাষ্ট্রপক্ষের কৌশলী এফ ই এম আসাদুজ্জামান মাখন জানান, শিবগঞ্জ উপজেলার মাশিমপুর চালুঞ্জা (চন্দ্রপুকুর) গ্রামের মৃত আবুল হোসেনের ৫ বছর বয়সী কন্যা সানজিদা আক্তার সালমা ২০১২ সালের ৭ নভেম্বর রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়।

পরদিন রাত ১১টার দিকে প্রতিবেশীর বাড়ির শিমের মাচার নিচে সালমার লাশ পাওয়া যায়। এ ঘটনায় পিতা আবুল হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ সময় তার শরীরে জখমের দাগ ছিল।

শিশুটির কানের দুই আনা সোনার দুল ছিনিয়ে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে তদন্ত কর্মকর্তা ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এরপর আদালতে শুনানি শেষে ১২ বছর পর রায় ঘোষণা করা হলো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত