পাবনা মানসিক হাসপাতালে ৯ দালালের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ২০: ৪৫

পাবনা মানসিক হাসপাতালকে দালালমুক্ত করতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় রোববার হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমত প্রতাপপুর গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে মুকাররম (৫০), মুনসুর আলীর ছেলে জহুরুল ইসলাম (৪২), ইসলামপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে হালিম (৪০), আব্দুল লতিফ মণ্ডলের ছেলে মানিক মণ্ডল (২৪), হেমায়েতপুর গ্রামের মৃত সামাদ শেখের শফিকুল (৫৫), শহিদের ছেলে ছাবিত (১৯), মুনজিরের ছেলে মুন্নাফ (৩১), বুদের হাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জের মৃত ইসরাইলের ছেলে আলমগীর হোসেন (৩৫)।

এনএসআই ও পুলিশ সূত্র জানায়, এসব দালালের হাতে জিম্মি ছিল মানসিক হাসপাতাল। দূর-দূরান্ত থেকে আসা রোগীরা দালালদের খপ্পরে পড়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছিলেন এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পরে‌ পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাসের কারাদণ্ড দেয়।

বিষয়টি নিশ্চিত করে হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত