সিরাজগঞ্জ প্রতিনিধি
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে যমুনা সেতুর উপর দিয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত) টোল আদায় হয়েছে তিন কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা। এ সময় পারাপার হয়েছে ৪৯ হাজার ১৮২ যানবাহন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এরমধ্যে ঢাকামুখী ৩০ হাজার ৮১৭টি যান থেকে ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা এবং উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬৫টি যান থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, সেতুর দুই পাশে নয়টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে ৪৯ হাজার ১৮২টি যানবাহন পার হয়েছে। এতে ৩ কোটি ৪৩ লাখ টাকা টোল আদায় করা হয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ঈদুল আজহার ছুটি শেষ হওয়ায় একযোগে উত্তরের ২২ জেলা থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বাড়তি যানবাহনের চাপ, যমুনা সেতু টোল প্লাজায় টোল আদায়ের ধীরগতি ও ভোরে যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যানজট আনেকটাই কমে এসেছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে যমুনা সেতুর উপর দিয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত) টোল আদায় হয়েছে তিন কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা। এ সময় পারাপার হয়েছে ৪৯ হাজার ১৮২ যানবাহন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এরমধ্যে ঢাকামুখী ৩০ হাজার ৮১৭টি যান থেকে ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা এবং উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬৫টি যান থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, সেতুর দুই পাশে নয়টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে ৪৯ হাজার ১৮২টি যানবাহন পার হয়েছে। এতে ৩ কোটি ৪৩ লাখ টাকা টোল আদায় করা হয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ঈদুল আজহার ছুটি শেষ হওয়ায় একযোগে উত্তরের ২২ জেলা থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বাড়তি যানবাহনের চাপ, যমুনা সেতু টোল প্লাজায় টোল আদায়ের ধীরগতি ও ভোরে যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যানজট আনেকটাই কমে এসেছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।