পরিবারের জিম্মায় বিএসএফের ঠেলে দেয়া ১৭ বাংলাদেশি

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১৮: ২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তে বিএসএফের ঠেলে দেয়া ১৭ বাংলাদেশি নাগরিক পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এরআগে সোমবার রাতে উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেয়া হয়।

তারা হলেন, মফিজুল হক (২৬), মনজু বেগম (২২), মিতু আক্তার (১৩), বেলাল (৪), মরিয়ম (দেড় বছর), ববিতা বেগম (৩৪), রফিয়া বেগম (৬০), শাহাজুল ইসলাম (৪২), মামুন মিয়া (১৮), মাসুদ (১৩), রিদয় ইসলাম (৪), শ্রী বুলু চন্দ্র সেন (৪০), শ্রীমতি সুনোতি রানী (৩৪), শ্রী সুশান্ত চন্দ্র (৮), শ্রী সুমন চন্দ্র বর্মন (৬), শ্রী গোপাল চন্দ্র বর্মন (৪), শ্রী বুলবুলি চন্দ্র বর্মন (১৬)। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায়।

এর আগে মঙ্গলবার ভোরে তাদের উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্তের লালমাটিয়া নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) বিভীষণ বিওপির সদস্যরা আটক করে। পরে বিকালে গোমস্তাপুর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান তারেক বলেন, বিজিবি ১৭ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে। আমরা তাদের পেয়েছি। তারা আমাদের যে ঠিকানা দিয়েছে, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তাদের পরিবার-পরিজন আসবে। তারপর আমরা যাচাই-বাছাই শেষে নিশ্চিত হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করব।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মানবিকতার সঙ্গে বিষয়টি বিবেচনা করে ১৭ জনকে দুপুরে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত