বগুড়ায় বাসচাপায় দাদি-নাতি নিহত

বগুড়া অফিস
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১০: ০১
আপডেট : ২৫ মে ২০২৫, ১৮: ১০
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার রাতে মহাস্থানগড় ওভারব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহাস্থানগড় হঠাৎপাড়া গ্রামের শহিদুল ইসলামের মা মছিরন বেগম ও তার ৮ বছর বয়সী ছেলে নুর আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাদি মছিরন বেগম নাতি নুর আলমকে নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির এক বাস তাদের চাপা দেয়।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা আমার দেশকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নাবিল পরিবহনের ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত