শাজাহানপুরে সেনাবাহিনীর লেক থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১২: ২৭
সৌমিক

বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকা সংলগ্ন মাঝিড়া ক্যান্টনমেন্টের লেক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিন রায়হান সৌমিকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়রা ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন ক্যান্টনমেন্টের পুকুরে লাশ ভাসতে দেখেন। পরে সেনাবাহিনী ও শাজাহানপুর থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

নিহত সৌমিক বগুড়া পৌরসভার জলেশ্বরীতলা এলাকার তৌফিকুর রহমানের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সৌমিক তিন দিন নিখোঁজ ছিলেন। ক্যান্টনমেন্টের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

১৮তম শিক্ষক নিবন্ধনপ্রত্যাশীদের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ

নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে: আইন উপদেষ্টা

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার

বিএনপি ক্ষমতায় আসলে মানুষের সকল সমস্যা সমাধানের আশ্বাস আমিনুলের

আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনের বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত