ধামইরহাটে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৫: ১৯

নওগাঁর ধামইরহাট উপজেলায় গলায় ফাঁস নিয়ে জাহিদ হাসান (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। পরে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার ভোর রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ভাতগ্রামডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবক এলাকার আবদুল মজিদের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় গিয়ে ধান-চাল ক্রয় এবং শিমুলতলী বাজারে একটি বিপণি বিতানে জড়িত ছিলেন। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।

ওসি আরও জানান, গত শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় নিজ বাড়িতে ফেরেন জাহিদ হাসান। পরে পরিবারের সকলের চোখ আড়ালে ভোররাতে ঘরের তীরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সে মাদকাসক্ত ছিল। একাধিকবার বিয়ে করেছে। সে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তার পরিবার। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত