সাবেক এমপি মুন্নাসহ ৪৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ১৯: ০৮

১০ বছর আগে সিরাজগঞ্জে এক বিএনপি কর্মী হত্যার অভিযোগে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্নাসহ আওয়ামী লীগের ৪৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

২৬ জানুয়ারি নিহত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জের কামারখন্দ আমলী আদালতে এ মামলাটি দায়ের করেন। নিহত জাহাঙ্গীর হোসেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী এস. এম. নাজমুল ইসলাম জানিয়েছেন, আদালতের বিচারক কামারখন্দ থানাকে মামলাটি এজাহারভুক্ত করে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ডা. হাবিবে মিল্লাত মুন্না, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রিয়াজ উদ্দিন, সদর উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান। সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ পৌরসভার অপসারিত মেয়র। শফিকুল ইসলাম শফি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। মো. আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।আজিজল তালুকদার, অর্থ বিষয়ক সম্পাদক। অ্যাডভোকেট আব্দুল হাকিম, সদর থানা আওয়ামী লীগের সভাপতি। নবীদুল ইসলাম, সয়দাবাদ ইউপির অপসারিত চেয়ারম্যান।

এজাহারে উল্লেখ করা হয়, বিএনপি কর্মী জাহাঙ্গীর হোসেনের সঙ্গে আসামিদের রাজনৈতিক ও সামাজিক বিরোধ ছিল। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম রাজা জাহাঙ্গীর হোসেনের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে অপহরণ, হত্যা ও গুমের পরিকল্পনা করা হয়।

২০১৪ সালের ৩০ জানুয়ারি ঢাকা থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর হোসেনকে মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। পরবর্তীতে ১৫ ফেব্রুয়ারি কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের দক্ষিণ পাশে তার গুলিবিদ্ধ ও ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।

ওই সময় ঝাঐল ইউপির দফাদার সচিন চন্দ্র দাস অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে পুলিশ তদন্ত শেষে আসামি শনাক্ত না করেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

বাদী রোজিনা খাতুন জানিয়েছেন, ঘটনার পরপরই মামলা করতে চাইলেও আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। ফলে তিনি এতদিন মামলা করতে পারেননি।

বিষয়:

মামলা
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত