স্বাধীন সাংবাদিকতার পরিবেশ জরুরি: কাদের গনি চৌধুরী

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১৯: ২৫

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রের মূল স্তম্ভ হলেও এখন বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। রাজনৈতিক, অর্থনৈতিক, আইনি ও ক্ষমতামুখী সাংবাদিকতা স্বাধীনভাবে কাজের ক্ষেত্রে বড্ড অন্তরায় সৃষ্টি করছে। তাই সাংবাদিকদের জন্য একটি নিরাপদ ও স্বাধীন পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।

শনিবার বিকেলে বগুড়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের গনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সত্য তুলে ধরা যায় না। আর সত্য না লিখলে বিশ্বাসযোগ্যতা থাকে না। ফলে পাঠক বা দর্শকরা এসব প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, বিবেককে কাজে লাগিয়ে সাংবাদিকতা করতে হবে। সঠিক তথ্য জেনে সংবাদ প্রকাশ না করলে মানুষ বিভ্রান্ত হয়। এতে গণমাধ্যমের প্রতি আস্থা হারিয়ে যায়। বর্তমানে ভুয়া খবর বা গুজব খুব সহজেই ছড়িয়ে পড়ে। ফলে অনেকেই বিভ্রান্তিতে পড়েন।

বিএফইউজে মহাসচিব বলেন, বিভাজনের কারণে সাংবাদিকরা ভয়-ভীতি থেকে নিজেদের বের করতে পারেন না। আগে চাকরি গেলে বা কোনো চাপের মুখে পড়লে ইউনিয়ন নেতাদের ভরসায় পরিস্থিতি ঠিক হয়ে যেতো। কিন্তু এখন অনৈক্যের কারণে ইউনিয়ন সেভাবে ভূমিকা রাখতে পারছে না। তাই সংকট উত্তরণে ঐক্যের কোনো বিকল্প নেই।

বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, বিএফইউজে নির্বাহী পরিষদ সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচাল, সদস্যসচিব সবুর শাহ লোটাস, আবদুল ওয়াদুদ প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত