বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কমিটিতে স্বেচ্ছাসেবলীগ নেতার অনুসারী ও মাদকসেবী

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৩১

বগুড়ার শাজাহানপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে স্থান পেয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতার অনুসারী ও মাদকসেবী। এমন অভিযোগে তোলাপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরআগে, গতকাল বুধবার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ প্রেস বিজ্ঞপ্তিতে ৬ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সভাপতি হলেন আজাদুল ইসলাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন টোটন, সাধারণ সম্পাদক নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মমিন। বিজ্ঞপ্তিতে ৩০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

সরেজমিনে জানা গেছে, নতুন কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অনুসারী ছিলেন। রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে। তার এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এছড়াও লাশ আটকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, কে বা কারা ফেসবুক হ্যাক করে বিভ্রান্তিমূলক পোস্ট করেছে।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন টোটন এবং যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী সম্পর্কে দলীয় নেতাদের কোনো ধারণা নেই বলে জানা গেছে। তাদের বিগত ১৫ বছর রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রামে তেমন দেখা যায়নি।

অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মমিন স্বেচ্ছাসেবক লীগের জেলার সভাপতি সাজেদুর রহমান সাহিনের ক্যাডার ছিলেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহিন বাহিনীর সাথে মদপানের ভিডিওসহ শতশত অনুষ্ঠানের ছবি ভেসে বেড়াচ্ছে। এ বিষয়ে নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মমিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ দাবি করেন, এ দেশের ৯৯ ভাগ মানুষ মাদক সেবন করে। তারপরও যারা ২৮ অক্টোবর থেকে ৪ জুলাই পর্যন্ত মাঠে সক্রিয় ছিলো তাদের কমিটিতে স্থান দেয়া হয়েছে। যারা ত্যাগী এবং নির্যাতিত তারাই কমিটিতে স্থান পেয়েছে। তারপরও ধানের মধ্যে চিটা থাকতে পারেও।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত