থানা থেকে প্রশ্নপত্র চুরি

ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার সংশ্লিষ্ট প্রশ্নপত্র বাতিল

রাজশাহী অফিস ও ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৬: ৪১

নওগাঁর ধামইরহাট থানা থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনায় ওসিসহ ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বের গাফিলতির অভিযোগে ওসি আবদুল মালেক ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। এর আগে বৃহস্পতিবার এক এসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়। তাদের জেলা পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম জানান, থানা থেকে প্রশ্নপত্র চুরির ঘটনায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের একটি সেট বাতিল করা হয়েছে। ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্র্যাংক খোলা অবস্থায় পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রশ্নপত্র সংরক্ষণের জন্য থানার ভল্ট বা মালখানা নির্ধারিত থাকলেও সেগুলো থানার হাজতে রাখা হয়েছিল, যেখানে একজন আসামিও অবস্থান করছিলেন। এমন অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। এ ঘটনায় ইতোমধ্যে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম প্রশ্নপত্র তছনছের ঘটনায় ধামইরহাট থানা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, প্রশ্ন ফাঁস হওয়া ইতিহাস দ্বিতীয় পত্রের ৩০৫ নম্বর কোডটি বাতিল করা হয়েছে। নতুন করে আরো একটি প্রশ্ন পত্রের সেট তৈরি করা হলে সেই সেট সব কেন্দ্রে পাঠানো হবে। ইতিহাস বিষয়ের এইচএসসি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত