উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির নেতাকর্মীদের কাছে একটি মেসেজ পাঠিয়েছেন। আগামী নির্বাচনে পাবনা-৩ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে দলীয় প্রার্থী হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি। তাই আহ্বান জানাবো, তারেক রহমানের সিদ্ধান্তে কৃষিবিদ তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করুন।
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত আনন্দ মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাসান জাফির তুহিনকে পাবনা-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করায় তাকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
আরিফা সুলতানা রুমা বলেন, পাবনা-৩ আসনে চাটমোহর থেকে অনেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমি নিজেও মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আসলে ধানের শীষের মনোনয়ন দেয়ার এখতিয়ার দলের। তারেক রহমান সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। এখনও যারা দূরে আছেন বা এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, সব ভুলে তুহিন ভাইকে নির্বাচনে জয়ী করার জন্য কাজ করুন।
তিনি বলেন, আজকে শুধু যে হাসান জাফির তুহিনকে পাবনা-৩ আসনে নির্বাচনের জন্য পাঠিয়েছেন, তা কিন্তু নয়। বিগত দিনগুলোতেও আমরা দেখেছি এক আসনের প্রার্থীকে অন্য আসনে নির্বাচনের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। এটি নতুন কোনো নিয়ম নয়। ধারাবাহিক একটি প্রক্রিয়া। যোগ্য মনে করা হয়েছে বিধায় হাসান জাফিরকে পাবনা-৩-এ পাঠানো হয়েছে। সব মতভেদ ভুলে তার হাতকে শক্তিশালী করা উচিত, ধানের শীষকে শক্তিশালী করা উচিত।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির নেতাকর্মীদের কাছে একটি মেসেজ পাঠিয়েছেন। আগামী নির্বাচনে পাবনা-৩ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে দলীয় প্রার্থী হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি। তাই আহ্বান জানাবো, তারেক রহমানের সিদ্ধান্তে কৃষিবিদ তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করুন।
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত আনন্দ মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাসান জাফির তুহিনকে পাবনা-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করায় তাকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
আরিফা সুলতানা রুমা বলেন, পাবনা-৩ আসনে চাটমোহর থেকে অনেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমি নিজেও মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আসলে ধানের শীষের মনোনয়ন দেয়ার এখতিয়ার দলের। তারেক রহমান সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। এখনও যারা দূরে আছেন বা এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, সব ভুলে তুহিন ভাইকে নির্বাচনে জয়ী করার জন্য কাজ করুন।
তিনি বলেন, আজকে শুধু যে হাসান জাফির তুহিনকে পাবনা-৩ আসনে নির্বাচনের জন্য পাঠিয়েছেন, তা কিন্তু নয়। বিগত দিনগুলোতেও আমরা দেখেছি এক আসনের প্রার্থীকে অন্য আসনে নির্বাচনের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। এটি নতুন কোনো নিয়ম নয়। ধারাবাহিক একটি প্রক্রিয়া। যোগ্য মনে করা হয়েছে বিধায় হাসান জাফিরকে পাবনা-৩-এ পাঠানো হয়েছে। সব মতভেদ ভুলে তার হাতকে শক্তিশালী করা উচিত, ধানের শীষকে শক্তিশালী করা উচিত।