মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদের জেরে মা-বাবাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৭: ৪৩

বগুড়ায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম করেছে ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুরের ছেলে।

শুক্রবার উপজেলার উল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত নাফিস ফয়সাল আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী পরিবার জানায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ুয়া ওই শিক্ষার্থীকে বিএনপি নেতার ছেলে আকাশ দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে কয়েক দফা শালিসও হয়েছে।

এ বিষয়ে কোন সুরাহা না হওয়ায়, রাতে আকাশ তার সহযোগীদের নিয়ে বাড়িতে এসে ওই শিক্ষার্থীর মা আরজিনা বেগমকে কুপিয়ে আহত করে। ওই সময় তাঁর স্বামী জাহাঙ্গীর আলম বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

ঘটনার পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধনুট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে আরজিনাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গ্রেপ্তারকৃত আকাশের বাবা ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর বলেন, মেয়েটির সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে মেয়েটির পরিবারের সদস্যরা আমার ছেলেকে মারধর করলে এ ঘটনা ঘটে।

ধুনট থানা পুলিশের ওসি সাইদুল আলম বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চাকু জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত