প্রতিবাদ সমাবেশে জাকারিয়া পিন্টু

বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবের চাঁদাবাজিতে কমছে ভোট

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০২: ১৩
আপডেট : ১৭ জুন ২০২৫, ০২: ১৮

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন দলের আরেক নেতা। রোববার রাতে প্রতিবাদ সমাবেশ করে এ অভিযোগ তোলেন পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। তিনি জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। হাবিবকে উদ্দেশ করে তিনি বলেন, সাবধান হয়ে যান, ষড়যন্ত্র করবেন না। দলে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। কিন্তু আপনি তা মানছেন না।

ধারাবাহিক জনসংযোগের অংশ হিসেবে রোববার উপজেলার পাকশীর রূপপুর ফটু মার্কেটে প্রতিবাদ সভায় এসব অভিযোগ করেন তিনি। জাকারিয়া পিন্টু বলেন, হাবিব চিহ্নিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দলীয় পদবিক্রেতা। ঈশ্বরদীর বিভিন্ন ইটভাটা থেকে শুরু করে হাট-বাজারে চাঁদাবাজি করছেন তিনি। তার চাঁদাবাজির কারণে বিএনপির ভোট ধ্বংস হয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, ঈশ্বরদীতে একের পর এক অপরাধ হচ্ছে, অথচ পুলিশ চুপচাপ বসে আছে। দলের জ্যেষ্ঠ নেতারাও নির্বিকার, তারা দর্শকের ভূমিকায় রয়েছেন। নেতৃত্ব মানে শুধু মঞ্চে ওঠা নয়, মানুষের কষ্টের সময় পাশে দাঁড়ানো। চাঁদাবাজ হাবিবের সঙ্গে হাত মিলিয়েছেন রূপপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক ও নৌ-পুলিশের ওসি। ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসনের এসব অসাধু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাজপথে নামব, কঠোর আন্দোলন করব। তবুও দলের ঐক্য বিনষ্ট হতে দেব না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেব না।

তিনি আরো বলেন, ‘বালুমহাল ইজারা নিয়ে আমরা বৈধভাবে ব্যবসা করি। কিন্তু আওয়ামী লীগ সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়ে কাকন বাহিনী নদীচর ও বালুমহালে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর হাবিব তাদের পক্ষ নিয়েছেন। দলে কিছু কুলাঙ্গার জন্ম নিয়েছে। তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।’

উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক সামসুজ্জোহা জামির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা আহসান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির দুলাল প্রমুখ।

উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহানুজ্জামান সেনার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল্লাহ আল ওমর খান সুমার, আবদুর রাজ্জাক ফিরোজ, আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, আজিজুর রহমান শাহীন, আনোয়ার হোসেন জনি, ইসলাম হোসেন জুয়েল, আক্কাস আলী খান, যুবদল নেতা মোস্তফা নূরে আলম শ্যামল, আতিয়ার রহমান, মাহমুদ হাসান সোনামণি, স্বেচ্ছাসেবক দলনেতা মামুনুর রশিদ নান্টু, মাহামুদুর রহমান জুয়েল প্রমুখ।

চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

বিষয়:

বিএনপি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত