জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল
সিরাজগঞ্জের কাজিপুরে হাত, পা ও মুখ মোটা স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের দুবলাই এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম এনামুল হক (৪৫)। তিনি উপজেলার সোনামুখি ইউনিয়নের রৌহাবাড়ি গ্রামের আবু সাঈদের ছেলে।
কাজিপুর থানার ওসি নূরে আলম জানান, নিহতের হাত, পা ও মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। গলায় ছিল মাফলার প্যাঁচানো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।
সিরাজগঞ্জের কাজিপুরে হাত, পা ও মুখ মোটা স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের দুবলাই এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম এনামুল হক (৪৫)। তিনি উপজেলার সোনামুখি ইউনিয়নের রৌহাবাড়ি গ্রামের আবু সাঈদের ছেলে।
কাজিপুর থানার ওসি নূরে আলম জানান, নিহতের হাত, পা ও মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। গলায় ছিল মাফলার প্যাঁচানো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।