চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১৩: ০৫

চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। সোমবার ভোরে সদর উপজেলার দারিয়াপুরে এ দুর্ঘটনা ঘটে।

সদর মডেল থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাদ্দাম হোসেন রাজশাহীর পবা উপজেলার ডাংগিরপাড়ার সাইদুর রহমানের ছেলে। তিনি এক ট্রাকের চালক ছিলেন।

ওসি ও স্থানীয়রা জানান, ভোর ৬টায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দারিয়াপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে সাদ্দামকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনা ও উদ্ধার অভিযানের কারণে সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়।

ওসি বলেন, নিহত সাদ্দামের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত