ভাঙ্গুড়ায় বিদ্যালয় দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ২২: ১৭

পাবনার ভাঙ্গুড়া উপজেলার হরিহরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও জায়গা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আবু সাইদ উজ্জল,ভূমিদাতা পরিবারের সদস্য আব্দুল করিম, ম্যানেজিং কমিটির সদস্য নীলা খন্দকার, অভিভাবক হাবিবুর রহমান,সহকারী শিক্ষিকা লাকী পারভীন ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রুবাইয়া খাতুন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৮ সালে মানিকজান নামের স্থানীয় এক নারী ৩৩ শতক জায়গা উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর বাওসি প্রাথমিক বিদ্যালয়ের নামে দানপত্র রেজিষ্ট্রি করে দেন।পরে শিক্ষা মন্ত্রণালয় সেখানে পাঠদানের জন্য আধাপাকা পাঁচটি শ্রেণি কক্ষ নির্মাণ করে। এর বছর খানেক পর ওই বিদ্যালয়ের পাশেই স্থানীয় কতিপয় লোক অষ্টমনিষা কারিগরি কলেজ করার উদ্যোগ নেন। তারা কলেজের নামে জমি রেজিষ্ট্রি করার সময় দাতা মানিকজানের দেওয়া হরিহরপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ শতক জমিও পুনরায় রেজিষ্ট্রি করে নেয়।

বক্তারা আরও বলেন, জালিয়াতির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের জমি কারিগরি কলেজের নামে লিখে নিয়ে বিদ্যালয়ের ভবনও দখল করে রাখা হয়েছে। শিগগিরই বিদ্যালয়টি দখলমুক্ত করে পাঠদানের পরিবেশ ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিষয়:

পাবনা
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত