গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপিকে ক্ষমতায় আনতে হবে: শিমুল বিশ্বাস

স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ : ২১ জুন ২০২৫, ২৩: ১৭

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। কেননা বিএনপি একমাত্র আপসহীন দল, যারা গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যের ডাক দিয়েছে।

শনিবার পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে এ আলোচনা সভা। আসুন, আমরা নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আপনাদের মনে রাখতে হবে, নিজেদের মধ্যে ভেদাভেদ রেখে আমাদের যেন আগের জুলুম-নির্যাতনের মুখোমুখি হতে না হয়। বিগত ১৫ বছর দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ সরকার। সেই সুযোগ আর হতে দেওয়া যাবে না। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এতে সভাপতিত্ব করেন পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা। উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি মান্নান মাস্টার, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, বিএনপি নেতা ওয়াহিদ মাস্টার, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সাধারণ সম্পাদক মনির আহমেদ, পাবনা এডওয়ার্ড কলেজের সাবেক এজিএস এনামুল হক পলাশ, স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এসকে সাগর, পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ সদর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের সাবেক নেতাকর্মীরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত