ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৯: ০২

পাবনার ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে এক প্রেস রিলিজে এ তথ্য জানায় ডিবি।

সোমবার সকালে উপজেলার ফতেমোহাম্মদপুর এলাকার লোকো রোডে রাজ্জাক সার্ভিস সেন্টারের সামনে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা, পাবনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন এসআই (নি.) বেনু রায়, পিপিএম এবং এসআই (নি.) অসিত কুমার বসাকসহ পুলিশের একটি দল।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লোডেড ওয়ান শুটারগান এবং একটি গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ডিবি) মো. মশিউর রহমান মণ্ডলের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত