ডিবি থেকে থানায় হস্তান্তর

বগুড়ায় বঙ্গবন্ধু পরিষদ নেতাকে মারধর করে পুলিশে দিলো এনসিপি নেতাকর্মীরা

বগুড়া অফিস
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৯: ৪৮
আপডেট : ০৬ মে ২০২৫, ১৮: ১৬

বগুড়ায় বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের নেতাকে মারধর করে পুলিশে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। গতকাল সোমবার রাতে শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয় মার্কেটের তার চেম্বার থেকে আটক করে তাকে ডিবি পুলিশে সোপর্দ করা হয়।

আটক এস এম মিল্লাত শহরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা ও বগুড়ার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তিনি জেলা শাখা স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক।

মঙ্গলবার সকালে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার দিবাগত রাতেই তাকে সদর থানা হেফাজতে দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল সানীর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী চেম্বার থেকে ধরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) সোপর্দ করে। এসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা।

এ ব্যাপারে আবদুল্লাহ আল সানী বলেন, ৫ আগস্টের পর এস এম মিল্লাত ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনে সহায়তা করছেন। নিষিদ্ধ ছাত্রলীগকে অর্থ সহায়তা করছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত