বগুড়ায় জামায়াত কর্মীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১৯: ৪৩
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২০: ২০

বগুড়ার শেরপুরে জামায়াতের এক কর্মীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ শনাক্ত করে পরিবার।

নিহত কাবিল উদ্দিন (৩৯) ওই গ্রামের শাজাহান আলীর ছেলে।

জানা গেছে, কাবিল উদ্দিন একজন ইলেকট্রিক মিস্ত্রি ও জামায়াতে ইসলামীর স্থানীয় ওয়ার্ডের একজন কর্মী। গতকাল সোমবার বিকেলে মোটরসাইকেল নিয়ে পাশ্ববর্তী গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহে গ্রামীণ মেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরেননি। তবে ওইদিন রাত ১০টা পর্যন্ত তার স্ত্রীর সঙ্গে কথা হয়। এসময় তিনি স্ত্রীকে প্রতিবেশী সজিব দেখা করার জন্য মুঠোফোনে ডেকেছেন বলে জানান। এরপর আর বাড়ি ফিরেননি।

কাবিল উদ্দিনের স্ত্রী শাপলা খাতুন বলেন, মঙ্গলবার সকালেই সম্ভাব্য সব জায়গায় তার খোঁজ করা হয়। কিন্তু কোথাও পাওয়া যায়নি। একপর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার লাশের সন্ধান পাওয়া যায়। সজিব ও তার সহযোগীরা স্বামীকে হত্যা করেছে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম বাবলু বলেন, সম্ভবত অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন কাবিল উদ্দিন। আর এই কারণেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান।

জানতে চাইলে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কাবিল উদ্দিনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। লাশ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তার করা হবে। এছাড়া হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। তবে নিহতের মোটরসাইকেলসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র, রশি ও লোহার রড উদ্ধার করেছে পুলিশ। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে। পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত