নাটোরে নিখোঁজের ১১ দিন পর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১৬: ২৯

নাটোরের লালপুরে নিখোঁজের ১১ দিন পর গরু ব্যবসায়ী মাজেদুর নামের এক জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে লালপুর উপজেলার আব্দুলপুর দক্ষিণপাড়া নামুচরা মাঠের ফজলু ব্যাপারীর ভুট্টা ক্ষেতের পাশে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাজেদুর ইসলাম (৫৫) একই এলাকার ইয়াদ আলী সরদারের ছেলে। তিনি ছিলেন গরু ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাজেদুর ইসলাম কবিরাজ এর আগেও কয়েক বার বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন। কিন্তু কয়েক দিনের মধ্যে তিনি আবারও বাড়িতে ফিরে আসেন। মাজেদুর ইসলাম কবিরাজ এলাকায় বিভিন্ন মানুষের নিকট থেকে টাকা ঋণ নিয়েছেন। তিনি জুয়া খেলতেন। পাওনাদারদের চাপ ও ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা ধারণা করছেন।

প্রতিবেশী আলিউল ইসলাম (২২) জানান, তিনি কবিরাজি চিকিৎসার পাশাপাশি গরু ক্রয় বিক্রয়ের ব্যবসা করতেন।

তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে প্রশ্ন করে স্ত্রী নাছিমা বেগম (৫০) জানান, বুধবার (৯ এপ্রিল) সকালে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তিনি আর বাড়ি ফিরে আসেননি। রোববার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মাঠের মধ্যে আমার স্বামীর লাশ পড়ে আছে। তিনি আরো জানান, গত শুক্রবার আব্দুলপুর কান্দাভিটা এলাকার টুলুর ছেলে তার স্বামীর নিকট পাওনা টাকা দাবি করে অশ্লীল ভাষায় গালাগালি ও তার স্বামী মারা গেলে তিনি কাঁদবেন কিনা প্রশ্ন করে চলে যায়। এর পর থেকে তিনি আতঙ্কে ছিলেন।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত