‘তৃণমূল থেকে নির্বাচনের আন্দোলন শুরু করতে হবে’

উপজেলা প্রতিনিধি, (শিবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ২১: ১৯

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আন্দোলনটি তৃণমূল থেকে শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা।

তিনি বলেন, আমরা সবাই ওয়ার্ডমুখী হবো। পুরুষের পাশাপাশি নারীদেরও সক্রিয় করতে হবে। কেননা ভালো বা সাংগঠনিক কাজ করতে কারো অনুমতি লাগে না।

রোববার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর-উপজেলা বিএনপির উদ্যোগে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ আয়োজন করা হয়।

পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়া প্রমুখ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত