সাংবাদিকের ওপর হামলা; এক বছর পর ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)
প্রকাশ : ২২ জুন ২০২৫, ২২: ১২

দৈনিক খোলা কাগজ- এর পাবনার ভাঙ্গুড়া প্রতিনিধি ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মানিক হোসনের ওপর হামলা চালিয়ে তার বাম পা ভেঙে দেওয়ার এক বছর পর হামলাকারী ছাত্রলীগ কর্মী বায়েজিদকে (২৫) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সে উপজেলার পুঁইবিল গ্রামের মহসিন আলীর ছেলে ও ছাত্রলীগের একজন সক্রিয়কর্মী।

শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আমার দেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার দিলপাশার ইউনিয়নের চক লক্ষীকোল গ্রামের রাজীব আহমেদ দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করে বাজারজাত করে আসছিলেন। সেসময় এ নিয়ে মানিকসহ স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে গত বছরের ১৬ এপ্রিল ভাড়াটিয়া সন্ত্রাসীরা সাংবাদিক মানিকের ওপর হামলা চালিয়ে তার বাম পা ভেঙে দেয় । এ সময় তার নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোনও ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় মানিকের বাবা বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মানিক হোসন বলেন, তার ওপর হামলার পর পুলিশ মামলা নিলেও হামলাকারীরা ক্ষমতাসীন দলের হওয়ায় এতোদিন তারা ধরা ছোঁয়ার বাইরে ছিলেন। উল্টো মামলা তুলে নিতে তাকে নানাভাবে চাপ দেওয়া হতো।

ওসি মো. শফিকুল ইসলাম বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়োজিদকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত