নওগাঁয় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল মেকানিক নিহত

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১০: ২০

নওগাঁ শহরের কোর কমপ্লেক্স গেট-সংলগ্ন প্রধান সড়কে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে রোববার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় সোহেল রানা (৩৩) নামের এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছে।

নওগাঁ-রাজশাহী মহাসড়কের শহর অংশে দুর্ঘটনায় নিহত সোহেল রানার বাড়ি সদর উপজেলার দুবলহাটি গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, শহরের জেলা পরিষদ গেট-সংলগ্ন এলাকায় সোহেলের মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে। দুর্ঘটনার আগে সে তার গ্যারেজে মেরামত করা একটি মোটরসাইকেল নিয়ে ট্রায়ালে বের হন। প্রধান সড়কের কোর কমপ্লেক্স গেটের সামনে ইউটার্ন নেয়ার সময় মোটরসাইকেল নিয়ে প্রধান সড়কে উল্টে পড়েন সোহেল। এ সময় দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে।​

নওগাঁ সদর থানার ওসি তদন্ত খোরশেদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করাসহ ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত