জনপ্রিয়তা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার: মিনু

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৫৭

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমানে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নেই। এজন্য অন্তর্বর্তী সরকারকে নিয়ে জনসাধারণের মাঝে সন্দেহের সৃষ্টি হয়েছে। ফলে অতি দ্রুতই ফ্যাসিস্ট হাসিনার সরকারের মতো জনপ্রিয়তা হারাতে বসেছে তারা।

বৃহস্পতিবার বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নতিসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

মিনু বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। অতি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুতই নির্বাচন দেওয়া সম্ভব। কিন্তু খুনি হাসিনার রেখে যাওয়া আমলাতন্ত্র ও ব্যবসায়ী সিন্ডিকেট এই সরকারকে ভুল পথে পরিচালনা করছে।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, সামনে নির্বাচন। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জন করতে হবে। কেননা সরকার প্রতিষ্ঠা করে জনগণের দুর্ভোগ লাঘব করতে হবে আমাদের।

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান, সহ-সমবায়বিষয়ক সম্পাদক নজমুল হক প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত