সিরাজগঞ্জে জুলাই বিপ্লবে ১১ শহীদের পরিবারকে আর্থিক সহায়তা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৫৭

সিরাজগঞ্জে জুলাই বিপ্লবে ১১ শহীদের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে। রোববার দুপুর ১২টায় স্থানীয় বাজার স্টেশন মুক্তির সোপানে ‘আমরা বিএনপি পরিবার’ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুপনের সভাপতিত্বে এবং প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর উপস্থিতিতে এই সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের কারণেই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং আমরা স্বাধীনভাবে মিছিল-সমাবেশ করতে পারছি। শুধু আর্থিক সহায়তা প্রদান যথেষ্ট নয়, আমাদের সারাজীবন তাদের পরিবারের পাশে থাকতে হবে, তবেই তাদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ হবে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, আর আপনারা ইঁদুরের গর্তে লুকিয়ে আছেন। সাবধান, গর্ত থেকে মাথা বের করার চেষ্টা করবেন না।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, আপনারা কিসের সংস্কার করতে চান? আপনাদের কার্যকলাপ দেখে মনে হচ্ছে, ইতিবাচক কোনো পরিবর্তন আনতে পারবেন না। তাই দ্রুত নির্বাচন দিন, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে দেশের জন্য প্রয়োজনীয় সংস্কার করব।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা মোস্তফ-ই-জামান সেলিম ও আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কণ্ঠশিল্পী রুমানা মাহমুদ কনকচাঁপা, সাবেক ডিআইজি খান সাইদ এবং শহীদ আব্দুর রশীদের কন্যা রুমা।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত