উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে চলমান একটি রাস্তা নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের গুণগত মানে ত্রুটি এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার অভাব প্রকট। এই বিষয়ে জাতীয় ও স্থানীয় একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় খবর প্রকাশিত হলে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি প্রতিনিধি দল সরেজমিন তদন্তে আসে মুরাদপুর এলাকায়। অনুসন্ধানকালে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নির্মাণকাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। স্থানীয় বাসিন্দা এমদাদুল হক অভিযোগ করে বলেন, ‘রাস্তার কাজ শুরু থেকেই অনিয়ম চলছে। পাতলা বিটুমিন, বালুতে মিশ্রণ ঘাটতি সবকিছুতেই ছল-চাতুরি হয়েছে।এই কাজ যেন নতুন করে সঠিকভাবে করা হয়।’
দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রাথমিকভাবে অভিযোগে সত্যতা পাওয়া গেছে। সব তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এই সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তা হওয়ায় এর স্থায়িত্ব ও মান নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দীর্ঘদিনের। এখন দুদকের তদন্তে এলাকাবাসী সঠিক বিচার ও ব্যবস্থা গ্রহণের আশায় অপেক্ষায় রয়েছেন।
এমএস
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে চলমান একটি রাস্তা নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের গুণগত মানে ত্রুটি এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার অভাব প্রকট। এই বিষয়ে জাতীয় ও স্থানীয় একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় খবর প্রকাশিত হলে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি প্রতিনিধি দল সরেজমিন তদন্তে আসে মুরাদপুর এলাকায়। অনুসন্ধানকালে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নির্মাণকাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। স্থানীয় বাসিন্দা এমদাদুল হক অভিযোগ করে বলেন, ‘রাস্তার কাজ শুরু থেকেই অনিয়ম চলছে। পাতলা বিটুমিন, বালুতে মিশ্রণ ঘাটতি সবকিছুতেই ছল-চাতুরি হয়েছে।এই কাজ যেন নতুন করে সঠিকভাবে করা হয়।’
দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রাথমিকভাবে অভিযোগে সত্যতা পাওয়া গেছে। সব তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এই সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তা হওয়ায় এর স্থায়িত্ব ও মান নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দীর্ঘদিনের। এখন দুদকের তদন্তে এলাকাবাসী সঠিক বিচার ও ব্যবস্থা গ্রহণের আশায় অপেক্ষায় রয়েছেন।
এমএস