বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: ১৬ পদে বিএনপি ও ৩ পদে জামায়াত সমর্থিতরা জয়ী

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৫: ০৩

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬টি পদে এবং জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহ-সভাপতিসহ তিনটি পদে বিজয়ী হয়েছেন। বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ কবির আহমেদ মিঠু বড় ব্যবধানে পরাজিত হয়েছেন।

শুক্রবার (২৩ মে) বগুড়া জিলা স্কুলে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। একইদিন রাত ১২টায় ফলাফল ঘোষণ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বগুড়ার পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ। মোট ২১ হাজার ৪৭২ ভোটারের মধ্যে ভোট দেন ১৬ হাজার ৮৮৩জন। পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শ্রমিকদল নেতা আব্দুল হামিদ মিটুল, সাধারন সম্পাদক সামছুজ্জামান সামছু, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা সহ-সভাপতি ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক আজাদুল হক উজ্জল ও ধর্মীয় সম্পাদক শামছুল ইসলাম ওরফে কামরুল।

পরে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান তাদের সমর্থকরা।এই নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল নিরস্কুশ বিজয়ে নতুন আশার পথ চেয়ে আছে বলে জানিয়েছে শ্রমিক'রা জানায়।নির্বাচনে ১১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত