শিবগঞ্জে জমিজমার বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১

উপজেলা প্রতিনিধি, (শিবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৯: ১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে খুন হয়েছেন নজরুল ইসলাম (৫০) নাম এক ব্যক্তি। শুক্রবার রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নজরুল উপজেলার মোবারকপুর উপরটোলা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া। তিনি বলেন, রাতে উপজেলার ধোপপুকুর বাজারে নজরুল ইসলামের ভাতিজা মোবারকপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য সবুজ আলি সুজনের (৩২) সঙ্গে প্রতিপক্ষ আরফাজুল বিশ্বাস (৬০) এবং তার দুই ছেলে আনার আলি (২০) ও আব্বাস আলির (১৮) জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে আব্বাস ও আনার দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নজরুল ইসলাম ও ইউপি সদস্য সবুজ আলি সুজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

উন্নত চিকিৎসার জন্য আহত সবুজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত