সাংবাদিক ওয়াহেদকে গ্রেপ্তারের প্রতিবাদ

বগুড়ায় ওসির প্রত্যাহার দাবিতে সাংবাদিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ০৫ মে ২০২৫, ২৩: ৫২
আপডেট : ০৬ মে ২০২৫, ১৮: ২৯

বগুড়া সদর থানার ওসির প্রত্যাহার দাবিতে সড়ক অবরোধ করেন সাংবাদিকরা। এসময় ভিত্তিহীন মামলায় সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরকে জেলে পাঠানোর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন তারা।

বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার উদ্যোগে সাতমাথায় মানববন্ধন হয়। পরে শহরের জিরো পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাংবাদিকরা।

এ সময় সাংবাদিকরা সদর থানার ওসি এসএম মইনুদ্দিনকে আওয়ামী দোসর উল্লেখ করে ২৪ ঘণ্টার মধ্যে তাকে প্রত্যাহারের দাবি জানান। পরে পুলিশ সুপারের প্রতিনিধি এসে বিষয়টি নিয়ে সমাধানের পথ বের করার আশ্বাস দিলে সাংবাদিকরা অবরোধ প্রত্যাহার করেন।

বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার প্রধান সমন্বয়ক ও মানবজমিন পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ-এর সিনিয়র রিপোর্টার সবুর শাহ্ লোটাস।

বক্তব্য রাখেন, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, সিনিয়র সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ, দৈনিক ইনকিলাবের উত্তরাঞ্চল ব্যুরো মহসিন আলী রাজু, দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ, দৈনিক সাতমাথার বার্তা সম্পাদক এফ শাহজাহান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কোষাধ্যক্ষ ফেরদৌস রহমান, সিনিয়র সাংবাদিক রেজাউল হক বাবু, বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার সমন্বয়ক তানভীর আলম রিমন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কার্যনির্বাহী সদস্য মাহফুজ মণ্ডল, বৈশাখী টিভির বগুড়া প্রতিনিধি সুমন সরদার, সিনিয়র সাংবাদিক ইনসান আলী শেখ, অ্যাড. ফেরদৌসী আক্তার রুনা।

বিক্ষোভ থেকে ওসিকে প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। এ সময়ের মধ্যে ওসির প্রত্যাহার এবং সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরকে মুক্তি না দিলে বৃহৎ পরিসরে আন্দোলন বেগবান করা হবে বলে হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত