শ্রমিক লীগ নেতা ও নর্থ বেঙ্গল চিনিকল সিবিএ’র সভাপতি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ৩১ মে ২০২৫, ২৩: ৪০
আপডেট : ৩১ মে ২০২৫, ২৩: ৫৩

নর্থ বেঙ্গল চিনিকল সিবিএ'র সভাপতি ও শ্রমিক লীগ নেতা আশরাফুজ্জামান উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ঈশ্বরদীর চরসাহাপুর নতুনহাট গোলচত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আশরাফুজ্জামান উজ্জ্বল লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি ও ঈশ্বরদীর দাশুড়িয়াস্থ পাবনা সুগার মিলের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ঈশ্বরদী থানার ওসি আ. স. ম আব্দুন নুর জানান, ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রোববার তাকে পাবনা কারাগারে পাঠানো হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত