বগুড়ায় দুর্ধর্ষ ডাকাতি, ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২: ২০

বগুড়ার শেরপুরে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহিন আলমের (৩২) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।

রোববার (২২ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল বেলতলা গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতরা সবাইকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির মালিক সোলায়মান আলী (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৫০) ও তাদের ছেলে শাহিন আলম (জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও ইসলামী হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর) রাতে বাড়িতেই অবস্থান করছিলেন। রাতের খাবার শেষে শাহিন আলম মোবাইলে কথা বলার জন্য বাইরে বের হলে ডাকাতরা সুযোগ বুঝে বাড়িতে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকে।

রাত ১টার দিকে শাহিন আলমের মা মাজেদা খাতুনকে প্রথমে চোখ বেঁধে ফেলা হয়। চিৎকার করলে তার হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে ঘুমন্ত অবস্থায় পিতা সোলায়মান আলী ও পুত্র শাহিন আলমকে অচেতন করে ফেলে ডাকাত সদস্যরা।

এরপর তারা বাড়ির বিভিন্ন কক্ষ থেকে ৪ ভরি সোনার গহনা, ধান বিক্রির ৪ লাখ টাকা, ১ লাখ টাকা নগদ, মোবাইল ফোন ও মূল্যবান আসবাবসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

মাজেদা খাতুন জানান, রাত আনুমানিক দুইটার দিকে ডাকাত দলের এক সদস্য মোবাইলে একজনকে বলে, “বটতলা থেকে সিএনজি নিয়ে আসো, আমাদের অপারেশন সফল হয়েছে।”

ঘটনার পর ভুক্তভোগীরা এখনও পুরোপুরি জ্ঞান ফিরে পাননি। তারা বর্তমানে চিকিৎসাধীন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ডাকাতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ঘটনায় শেরপুর-ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধারপূর্বক জড়িতদের আইনের আওতায়

আনা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত