চাটমোহরে আ.লীগ-ছাত্রলীগের ৯ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)
প্রকাশ : ০৯ মে ২০২৫, ১৩: ০২

পাবনার চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯ আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বালুদিয়ার গ্রামের মো. সিরাজুল ইসলাম (৪৫), মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জবেরপুর গ্রামের মো. মকবুল হোসেন (৫৩), স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোড়া গ্রামের মো. জাকির হোসেন (৩৮), আওয়ামী লীগ নেতা পৌর সদরের বালুচর মহল্লার মো. আব্দুল ওহাব (৫৫), হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হোসেনপুর গ্রামের মো. আব্দুস সামাদ (৪৫), আওয়ামী লীগ নেতা মো. ছকির উদ্দিন (৫৫), আওয়ামী লীগ নেতা মো. আলতাফ হোসেন (৫২), ফৈলজানা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা চকমরম গ্রামের মো. আজিজুল হক (২৫), ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কুয়াবাসী গ্রামের মো. রবিউল ইসলাম রাসেল (৩৫)।

চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা চাটমোহর থানার দুটি বিস্ফোরক মামলার আসামি। শুক্রবার তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

১৮তম শিক্ষক নিবন্ধনপ্রত্যাশীদের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ

নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে: আইন উপদেষ্টা

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার

বিএনপি ক্ষমতায় আসলে মানুষের সকল সমস্যা সমাধানের আশ্বাস আমিনুলের

আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনের বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত