চাটমোহরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ২০: ১১

পাবনার চাটমোহরে গাড়ির ধাক্কায় লাফিস হোসেন নামে ১৭ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলার চাটমোহর-ছাইকোলা আঞ্চলিক সড়কের রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাফিস চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের লুৎফর রহমানের ছেলে।

চাটমোহর থানার ওসি মো. মঞ্জুরুল আলম জানান, সন্ধ্যায় বাড়ি থেকে মোটরসাইকেলে ছাইকোলা যাচ্ছিলেন লাফিস। রামনগর এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা তাকে ধাক্কা দেয় বোরাক গাড়ি। পরে আহত অবস্থায় লাফিসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে বোরাক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত