বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিথর হলেন মা-মেয়ে

বগুড়া অফিস
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১৯: ৩৩

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপ‌জেলার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী রোখসানা খাতুন ও তার তিন বছরের মেয়ে রাহিমা খাতুন।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, দুপুরে বাবার বাড়ি বেড়াগ্রাম থেকে মেয়েকে নিয়ে অটোভ্যানে চড়ে স্বামীর বাড়ি যাচ্ছিলেন রোখসানা। পাকরাইল এলাকায় পৌঁছালে তাদের ভ্যানকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে মা-মেয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয়।

গুরুতর অবস্থায় রোখসানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। ঘটনার পরপরই ট্রাক রেখে পালিয়ে যান চালক ও সহকারী। এ সময় ট্রাকে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত