জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার রাতে ঢাকা-পাবনা মহাসড়কের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল মালেক আকন্দের ছেলে ফারুক হোসেন ও সানোয়ার উদ্দিনের ছেলে মোহাম্মদ রনি হোসেন। আহত হারুন অর রশিদ একই গ্রামের সমেশ প্রামাণিকের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, পাবনা থেকে একটি বাস কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। চালা এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হারুনকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার রাতে ঢাকা-পাবনা মহাসড়কের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল মালেক আকন্দের ছেলে ফারুক হোসেন ও সানোয়ার উদ্দিনের ছেলে মোহাম্মদ রনি হোসেন। আহত হারুন অর রশিদ একই গ্রামের সমেশ প্রামাণিকের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, পাবনা থেকে একটি বাস কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। চালা এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হারুনকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।