উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)
নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের টোলপ্লাজার কাছে বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হন।
অপরদিকে নয়াবাজার আইড়মারী ব্রিজের কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলী (৩০) নামের ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত শাহিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সেনগাতী এলাকার আলতাফ আকন্দের ছেলে।
বনপাড়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, দুইজনের লাশ বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত অজ্ঞাত নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো জানান, পুলিশ ট্রাক দুটি জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে।
নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের টোলপ্লাজার কাছে বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হন।
অপরদিকে নয়াবাজার আইড়মারী ব্রিজের কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলী (৩০) নামের ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত শাহিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সেনগাতী এলাকার আলতাফ আকন্দের ছেলে।
বনপাড়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, দুইজনের লাশ বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত অজ্ঞাত নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো জানান, পুলিশ ট্রাক দুটি জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে।