উপজেলা প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের তাড়াশে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা প্রায় দুই মাস বেতন ভাতা পাচ্ছেন না। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন।
তাড়াশ উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন মে মাসের ২৩ তারিখে পাননি। ফলে তারা পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করছেন।
তাড়াশ ডিগ্রি কলেজের ৪র্থ শ্রেণির কর্মচারী জেনাত আলী বলেন, ‘আমার বেতনের ওপর নির্ভরশীল চার সদস্যের পরিবার। এক মাস ২৩ দিন চলে গেলেও এপ্রিল মাসের বেতন না দেয়ায় কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। আগের টাকা পরিশোধ করতে না করায় দোকানিরা বাকি দিতে চাচ্ছেন না।
তিনি দ্রুত বেতন ছাড় করার জোর দাবি জানান। এটি শুধু জেনাত আলীর না, সারা দেশের বেসরকারি মাধ্যমিক স্কুল-কলেজের সব শিক্ষক কর্মচারীর দাবি।
সিরাজগঞ্জের তাড়াশে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা প্রায় দুই মাস বেতন ভাতা পাচ্ছেন না। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন।
তাড়াশ উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন মে মাসের ২৩ তারিখে পাননি। ফলে তারা পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করছেন।
তাড়াশ ডিগ্রি কলেজের ৪র্থ শ্রেণির কর্মচারী জেনাত আলী বলেন, ‘আমার বেতনের ওপর নির্ভরশীল চার সদস্যের পরিবার। এক মাস ২৩ দিন চলে গেলেও এপ্রিল মাসের বেতন না দেয়ায় কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। আগের টাকা পরিশোধ করতে না করায় দোকানিরা বাকি দিতে চাচ্ছেন না।
তিনি দ্রুত বেতন ছাড় করার জোর দাবি জানান। এটি শুধু জেনাত আলীর না, সারা দেশের বেসরকারি মাধ্যমিক স্কুল-কলেজের সব শিক্ষক কর্মচারীর দাবি।