বাবার বাড়ি যাওয়ার পথে ট্রেনের নিচে প্রাণ গেল গৃহবধূর

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১৫: ৪০

পাবনার ভাঙ্গুড়ায় বাবার বাড়ি যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে মজিরন খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার সকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার দিয়ারপাড়ার তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪০ বছর বয়সী মজিরন ফরিদপুর উপজেলার চিথুলিয়া কান্দাপাড়া গ্রামের নায়েব আলী বিশ্বাসের স্ত্রী।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন বলেন, সকালে স্বামীর বাড়ি থেকে অটোভ্যানে চড়ে ভাঙ্গুড়ার দিয়ারপাড়া রেলগেটে নামেন মজিরন। এ সময় রেললাইন দিয়ে হেঁটে বাবার বাড়ি চাটমোহর উপজেলার বারকোনা গ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তেতুলতলা এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত