খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার পরিণামে হাসিনা দেশ ছাড়া: আলাল

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১৮: ৫৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বেগম খালেদা জিয়াকে ৪২ বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বিতাড়ন করার পরিণামে ইতিহাসের একমাত্র মহিলা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ছাত্র-জনতা দেশ ছাড়া করেছে।

বুধবার বিকাল ৫টায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত।

মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্যাতিত পরিবার হলো জিয়া পরিবার। ১/১১ সরকারের সময় বেগম খালেদা জিয়ার দুই পুত্রের নির্যাতনের চিৎকার শুনিয়ে তাকে বলা হয়েছিল, "আপনি দুই সন্তানসহ বিদেশে চলে যান, আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি।" কিন্তু সেদিন খালেদা জিয়া বলেছিলেন, "আমার দুই সন্তানের জন্য দেশের সব সন্তানকে আমি ফেলে যেতে পারি না, আমি আমার দুই সন্তানকে দেশের জন্য কোরবানী করে দিলাম।"

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ছিলেন:আরাফাত রহমান কোকো সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর হোসেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু,সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাজী দুলাল সরকার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত