আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৩১ দফার লিফলেট বিতরণে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
৩১ দফার লিফলেট বিতরণে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩১ দফার লিফলেট বিতরণের সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দোয়ারাবাজার উপজেলা সদরে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে নেতাকর্মীরা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন। কর্মসূচির একপর্যায়ে মিছিলেকে সামনে থাকবে তা নিয়ে তার অনুসারী নরসিংপুর ইউনিয়নের আলতাফুর রহমান খসরু ও শামসুল হক নমুর কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়। নমু এবং খসরু সমর্থকদের মধ্যকার এই সংঘর্ষে পরবর্তীতে দোয়ারাবাজার সদরের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাবের সমর্থকরাও জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হক নমু বলেন, এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনা সম্পর্কে আমার কিছুই জানা নেই।

এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু জানান, তিনি সাবেক এমপি মিলনের সাথে মিটিংয়ে আছেন। পরে কথা বলবেন বলে জানান।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামসুদ্দিন খান বলেন, আজ বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি চলছিল। মিছিলে অবস্থান নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নতুন বাইজেন্টাইন: অস্থির বিশ্বের প্রেক্ষাপটে গ্রিস ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক

ব্যাংকে কোটিপতিদের অ্যাকাউন্ট ১ লাখ ২৮ হাজার

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষের জেরে ঢাকায় মানববন্ধন

শাপলার গণহত্যা নিয়ে বিবিসি বাংলার সাবেক প্রধানের মিথ্যাচার, নিন্দা-প্রতিবাদ হেফাজতের

এলাকার খবর
খুঁজুন