আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুনামগঞ্জে পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জে পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জে পাঁচতলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১টায় পুরাতন বাসস্ট্যান্ডে পানসী রেস্টুরেন্টের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শ্রমিক সদর উপজেলার ব্রাহ্মণগাও গ্রামের সাবির আলীর ছেলে মনোয়ার (২৫)।

ভবনে কর্মরত কয়েকজন শ্রমিক জানান, পানসী রেস্টুরেন্টের উপরে একটি আবাসিক হোটেল নির্মাণের কাজ করছিলেন। এ সময় মনোয়ার অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে কয়েকজন শ্রমিক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন