আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেট বিমানবন্দরে ভিড় না করতে তারেক রহমানের কঠোর নির্দেশ

সিলেট ব্যুরো
সিলেট বিমানবন্দরে ভিড় না করতে তারেক রহমানের কঠোর নির্দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট বিমানবন্দরে কোনো পর্যায়ের নেতাকর্মীকে উপস্থিত হওয়ার এবং ভিড় না করার কঠোর নির্দেশনা দিয়েছেন।

শনিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

যুক্তরাজ্য থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সোমবার (৫ মে) বাংলাদেশ বিমানে সিলেট হয়ে ঢাকা ফেরার কথা ছিল। তবে শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে ফিরবেন বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।

ওসমানী এয়ারপোর্টে সিলেটের বিএনপির নেতাকর্মীদের ভিড় না করার জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বিমানের একটি ফ্লাইটে সরাসরি লন্ডন থেকে সিলেট এসে অবতরণ করার কথা ছিল। যে ফ্লাইটে খালেদা জিয়া দেশে ফিরবেন এবং মধ্যখানে সিলেট এয়ারপোর্টে ঘণ্টাখানেক অবস্থান করে পরে ঢাকায় যাওয়ার কথা ছিল।

এই সময়ে সিলেট ওসমানী বিমানবন্দরে অবস্থানকালে বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর জন্য জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছিল।

সাধারণ মানুষ ও বিমান যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয় এ ধরনের যে কোনো কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীও আগামী সোমবার এয়ারপোর্টে কোনো নেতাকর্মীকে ভিড় না করার আহ্বান জানিয়েছেন।

তিনি দেশনেত্রী বেগম খালেদ জিয়ার জন্য দোয়া করতে বলেছেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন