আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জৈন্তাপুরে চাঁদা না পেয়ে দা নিয়ে বালুমহালে হামলা

  • নেপথ্যে বিএনপির সাবেক নেতা

সিলেট ব্যুরো
জৈন্তাপুরে চাঁদা না পেয়ে দা নিয়ে বালুমহালে হামলা

সিলেটের জৈন্তাপুরে বড়গাং নদীমহাল থেকে বালু উত্তোলনকালে প্রকাশ্যে দা উচিয়ে চাঁদা দাবি ও হামলার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন এক শ্রমিক। গত মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম খোকন মিয়া। জানা গেছে, নিজপাট ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য নুরু মেম্বারের নেতৃত্বে এই চাঁদাবাজ চক্র বড়গাং নদীতে বালুমহালে চাঁদাবাজি করছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, বড়গাং নদী সরকারের কাছ থেকে ইজারা নিয়ে বালু উত্তোলন করার সময় হামলা চালানো হয়। এ নিয়ে নদীতে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন।

জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার (লাবনী) আমার দেশকে জানান, এটা সরকারের কাছ থেকে লিজ নেওয়া বৈধ বালুমহাল।

ইজারাদারের পক্ষের অভিযোগ, গত ১ বৈশাখ থেকে জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীর ইজারা নেয় সনি সোহা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর চন্দন তালুকদার। সম্প্রতি একটি চক্র বালু আহরণকালে শ্রমিকদের গতিরোধ করে নৌকাপ্রতি ৩০০-৫০০ টাকা করে চাঁদা দাবি করছে। তাদের অভিযোগ, শ্রমিকরা ইজারা নেওয়া বালুমহালের জন্য টাকা দিতে অস্বীকার করলে মাঝেরবিল গ্রামের খোকন মিয়া (২৮) শ্রমিকদের ওপর দা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় উপজেলার গাতি গ্রামের সন্তোয় কুমার (৩৫) আহত হন।

এদিকে ইজারাদারের পক্ষের আবু বক্কর সিদ্দিক বলেন, গত কয়েকদিন ধরে চক্রের সদস্যরা চাঁদা আদায়ের চেষ্টা করছে। শ্রমিকদের হুমকি দিয়ে চাঁদা দাবি করেছে। চাঁদা না দেওয়ার কারণে তারা হামলা করে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

স্থানীয় এলাকাবাসী জানান, চাঁদাবজির নেপথ্যে রয়েছেন নিজপাট ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরু মেম্বার। তবে চাঁদাবাজিতে তার লোকজন জড়িত কি না জানতে চাইলে নুরু মেম্বর প্রথমে আমতা আমতা করেন। পরে আমার দেশকে বলেন, ‘আমি এখন দোয়া মাহফিলে আছি, ওরা আমার লোক না।’ তিনি আরো বলেন, ‘আমি নিজপাট ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেম্বার ছিলাম। এখন কোনো দল করি না, তাবলিগের পথে চলি।’

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদিউজ্জামান বলেন, চাঁদাবাজি ও হামলার অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন